প্রেম আর বিষাদের মোহনীয় ঘুঙুর বাজিয়ে
কবিরা বাঁচতে চায়; রৌদ্রময় নির্মল বাতাসে
স্বপ্নের ঘুড়ির মতো। কবিতার রঙিন আকাশে
উড়ে যায় নিরন্তর মেঘময়ী কাজল সাজিয়ে।
নেশাগ্রস্ত মানুষেরা ডুবে থাকে গহীন নেশায়,
ভুলে যেতে স্বপ্নহীন সম্পর্কের কলঙ্ক-স্পন্দন।
অভিশপ্ত জীবনের আশীর্বাদ মানব-জীবন
সম্মোহিত পৃথিবীতে বেঁচে থাকা যে কোন পেশায়।


নারীমন প্রেমিকের ভাগ দিতে চায় না কখনো
শুদ্ধ কবিদের মতো; শুদ্ধ কবি অমিয় চেতনে,
হৃদয়ে-মননে রাখে শব্দ-ছন্দ নির্মোক যতনে
চৈতন্যের আঙ্গীনায়; কবিতারা কখনো-সখনো
বয়সী রাতের কালে মোহনীয় ভালোবাসা নিয়ে
ডেকে যায়- প্রিয় আয়! আজন্ম শিল্পীত এ হৃদয়ে।


২৪/০২/২০১৮
মিরপুর, ঢাকা।