আজ এই দিনে-
পুরাতন সুরে নতুনের গান বাজিয়া উঠিলো প্রাণে,
ভোরের পাখির মিষ্টিমধুর মুর্চ্ছণা গানে গানে।
চৌদ্দশত চব্বিশ সাল- ইহার প্রথম দিনে,
নববর্ষের আনন্দঘন পথ বেয়ে আসে চিনে
'বাংলা কবিতা'। এ ওয়েবসাইট কবিতার আসর জানি-
সকাল-দুপুর-বিকেল-রাতে চলে কবিদের পেষাণী।


'বাংলা-কবিতা'-
যাঁর অবদানে কবিদের মেলা, তাঁর নাম- পল্লব,
'পাগল কবি'র খেতাব লইয়া কর্ম করেন সব।
একক ব‌্যক্তি একা চেষ্টায় হেঁটে গেছে দূর পথ,
কবিতার প্রতি অটুট পিরিতি বুকে আছে হিম্মৎ।
এমন শব্দ পাই না কোথাও করতে সঠিক স্তুতি,
সময় তাঁহারে করবে স্মরণ, কাব্যের মহামতি!


কবিতার আসর!
নতুন রূপের বিমলা কন্যা! সাবলীল রূপ ঝরে,
বেঁচে রহো তুমি আমাদের মাঝে অনন্তকাল ধরে।
তোমার উদরে জন্ম লভিবে আগামীর কতো কবি,
কেহবা ছড়াবে আলোকরশ্মি, যেন নজরুল-রবি।
এখান থেকেই জন্ম লভিবে সুকান্তেরই আগুন,
জসীমউদ্দিন, সুকুমার রায়, নির্মলেন্দু গুণ।
অথবা কামিনী, জয় গোস্বামী, তাহাদের সম্মান,
হাফিজ কিংবা বিষ্ণু দে, শক্তি, শামসুর রাহমান।


বন্ধু আমার!
রাখিও স্মরণে কোন একদিন এই মানুষের ভবে,
সেরাদের সেরা কবির সৃষ্টি এখান থেকেই হবে।
দ্যুতিময় এই কবিতার আসর জাগবে বিশ্বময়,
অবাক পৃথিবী প্রণাম জানাবে ভালোবেসে নিশ্চয়।
সেই আশাতেই পথ চেয়ে রই, গেয়ে যাই এই গীতি,
শুভকামনায় ভালোবাসা রাখি, আগামী কবির প্রতি।


পহেলা বৈশাখ, ১৪২৪
১৪/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।