স্ফটিক সোহাগা দিলে সোনার আকর গলে যায়;
স্বর্ণশিল্পীর পরশ পেলে হয়ে যায় কাঁচাসোনা।
অলঙ্কাররূপে ধরণীতে কারুকাজে চমকায়!
কবির আশ্চর্য শব্দ, ভাবনার কল্পস্রোতে বোনা
কবিতার জন্ম দেয়; অলৌকিক মোহনার বাঁকে।
নিপুণ ছন্দের কারুতায় মিলে যদি কবিতায়,
চিন্তার ফল্গুধারায়; অপরূপ কবিতারা থাকে
প্রবঞ্চনাহীন পূর্ণিমার জ্যোৎস্নার স্নিগ্ধতায়।


আষাঢ়ের জলধারা ছুটে চলে দ্রুত, আত্মহারা
হয়ে নবীন আশায়; দূর সাগর-মোহনা পানে।
কবিতায় ছন্দকলা সোহাগার ন্যায় পায় যারা!
ঝুমুঝুমু সুরে মজে থাকে শব্দের কাব্যিক গানে।
ছন্দহীন কবিতারা আভরণহীন এক নারী,
হীনভাবে পড়ে থাকে; লজ্জাতুরা; অথর্ব সংসারী!


২৯/০৫/২০২২
মিরপুর, ঢাকা।