(এক)
কে বলেছে, 'মূর্তি বানাও!' সাজাও তারে হাইকোর্টে?
আবার কেনো সরিয়ে দাও হেফাজতির বাক্-চোটে?
               হেফাজতি তেঁতুল বোঝে,
               শিল্প তারা নাহি খোঁজে;
যতোই তাদের দাও না গো ছাড়, আসবে নাতো মূল ভোটে!


(দুই)
টাকার গরম ভুলায় শরম মনে আনে অহঙ্কার,
অপরাধের মাত্রা বাড়ে, আলোয় আনে অন্ধকার।
            ছেলের দোষে বাপ ফেঁসে যায়,
            পুলিশ এসে সব শেষে খায়;
আমের সাথে ছালাও যায়, বড় আজব এ সংসার!


(তিন)
ছল-চাতুরি, জুয়াচুরি চলবে না যে বেশিদিন,
আমির-গরীব, নারী-পুরুষ গ্রাস করবে রে এ জমিন।
             দম্ভ ভরে উড়ছো তুমি,
             ভাঙবে সকল গোয়ার্তুমি;
সকল ফেলে যেতে হবে, থাকতে সময় হও মোমিন!


১৩ জ্যৈষ্ঠ, ১৪২৪
২৭/০৫/২০১৭
মিরপুর, ঢাকা।