কথা বলতে সময় লাগে মাত্র দু'বছর,
কথা বলা শিখতে লাগে সারা জীবন ভর।
সুন্দর ও উত্তমতায় কথা বলা চাই,
সতর্কতার সাথে কথা বলবে সর্বদাই।
অনর্থক ও বাজে বলা সঠিক কভু নয়,
কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হয়।
ইমানদারের কথা বলতে পিছপা হইও না,
গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না।
ভালো কথায় শত্রুও যে বন্ধু হয়ে যায়,
সদা সত্য সঠিক কথা বলবে দুনিয়ায়।
একটি মুচকি হাসির কথা অনেক বড়ো দান,
মূর্খ এবং অজ্ঞরা তা করে না সম্মান।
কথার আগে সালাম দেয়া কথার শালীন সাজ,
উত্তেজিতভাবের কথা শয়তানেরই কাজ।


১৮/০৬/২০২২
মিরপুর, ঢাকা।