বহুদিন পর পেলাম তোমার মোবাইল বার্তা,
কী অবলীলায়! বলে গেলে তুমি, কোন অভিমানে
শান্তশিষ্ট স্বরে- 'ধর্মকর্ম করো হে, এবার তুমি।'
বিশ্বাস ভঙ্গের অশ্লীল উল্লাস ছিলো কি সেখানে?
নাকি, প্রতারক ভেবে অকাতরে, দ্বিধাহীন চিত্তে
বললে আমায়? নির্ঘুম রাতের স্বপ্নবোনা গান-
যাকে বলেছিলে, অরূপ পিরিতি- ত্যাগের মহিমা!
অবিশ্বাস ঝেড়ে তুলে এনেছিলে ঐশ্বরিক দান।


আগুনের মতো ফেরারি জীবন নরকযন্ত্রণা!
জ্বালিয়ে দিয়েছো কতো অভিমান কোমল পরশে।
কত স্মৃতিময় সেই চোরাবালি জোড়া চোখে আজো
ছবি এঁকে যায় মায়াবী অনন্ত স্বপ্নিল হরষে।
আমাদের কামবহ্নিলোভহীন হিয়ায় হিয়ায়,
অধর্মের মূল ভাসিয়ে দিয়েছি প্রেম যমুনায়।


০৯/১০/২০১৭
মিরপুর, ঢাকা।