কতোটা বছর পর,
তুমি এলে ফিরে, স্মৃতির গহ্বর দূরে ঠেলে রেখে,
প্রজাপতির পাখায় ভর দিয়ে, আমারই আঙিনায়।
রাঙিয়ে তুললে- বর্ণহীন বনানী আমার,
দূরের আকাশ,  ফসলের মাঠ,
রৌদ্রতেজে ঝলসিত বিস্তৃত চাতাল;
যা ছিল অবহেলিত এবং ভীষণ রুক্ষ্ম,
বন্দী ছিলো অয়োময় খাঁচার ভেতর।


আজ বুঝি, হেসে উঠলো কোমল নদী-
কলকল স্বরে আনন্দ উচ্ছ্বাসে গেয়ে যায় গান;
শিহরিত হলো তোমার কোমল পরশে আবার।
যে-ই পল্লী সুর, যাতে ছিলো গ্রাম্য রাখালের
ফাঁপা বাঁশরির ছিদ্রে ছিদ্রে,
বন্ধ হয়েছিলো অনিশ্চিত যন্ত্রণার ভারে,
তারে আবার জাগিয়ে তুললে অরূপ ছোঁয়ায়।


এতোদিন পরে বুঝে গেছি,
তোমার জন্যই সৃজন হয়েছে সুন্দর পৃথিবী!
তোমারই জন্য সৃজিত হয়েছি আমি।
আমরা দু'জনা অনাদিকালের প্রেম জাগানিয়া সুর,
রচনা করবো পরস্পর,
অমর সঙ্গীতে জীবনভর।


১৯/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।