উন্মুক্ত রাস্তা দিয়ে তুমি যখন ফেরো কর্মদিনের শেষে,
ক্লান্তিরা ঝরে পড়ে শিশিরের মতোন; কেউ যদি তখন
বিরক্ত করে, তুমি প্রতিবাদ করো না; নিশ্চুপে হেঁটে যেও
গৃহের অভিমূখে; তুমি স্বর্ণ-বালিকা- মানবিক রতন।


হে কৃষ্ণা আঁখিময়ী! শুভদৃষ্টি-জ্যোতিতে বিদ্যুত খেলে যায়
প্রত্যহ, বিন্দু বিন্ধু অরূপ ভালোবাসা; অনিন্দ্য সুরনারী!
রক্তের স্রোতধারা, উত্তপ্ত জলরাশি ক্রমশ প্রবাহিত
বিহ্বল এ হৃদয়ে; শূন্য আকাশে জাগে অনন্ত আহাজারী!


অভিশাপ আমার কেটে যাবে একদিন; তুমি হেসে উঠলে
আকাশ রাঙা হয়; ভোরের আলো ফোটে, ছড়ায় চতুর্দিক।
শিশিরে সিক্ত মাঠ মায়াবী স্নিগ্ধতায় তোমার মতো হাসে;
বিরহের যাতনা কেটে গিয়ে আসবেই চেতনা অলৌকিক!


১৫/০৩/২০১৮
মিরপুর ক‌্যান্টনমেন্ট, ঢাকা।