লাখোপতির কন্যা লো!
মাথায় কেশের বন্যা লো।
কৃষ্ণ-কালো চুল,
কানে হীরার দুল।


গলায় আমি পরিয়ে দেবো
হাজার তারার মালা,
রানীর মতো থাকবি বসে
ঘর করে উজ্বালা।


তোর জন্যেই আমি,
ভাবছি দিবসযামী;
বাদলে কি শীতে,
রাখবো তোরে চিতে।


তুই যে আমার ভালোবাসা,
তুই যে আমার প্রেম;
তুই যে আমার সাধন-ভজন,
এইতো জানিলেম।


তুই যে আমার নদী,
চাইছি নিরবধি;
তুই যে সুখের বন্যা,
লাখোপতির কন্যা।


তোর বাগিচায় আমি হবো
নিবেদিত মালী,
প্রতি ভোরে যতন করে
সাজাই ফুলের ডালি।


আমার ঘরে আয়,
চড়ে সোনার নায়।
লাখোপতির কন্যা!
প্রিয়তি অনন্যা।


০৪/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।