মানুষের এই পৃথিবীতে আমি, মানুষ হইতে চাই না;
মানুষের মাঝে শত গুণ আছে, কখনো তো খুঁজে পাই না।
মানুষ হইতে চাই না,
আমি মানুষ হইতে চাই না।


প্রকৃতির শ্যাম নিঃশেষ করে বিরান করছে ভূমি,
সতেজ নদীকে নিষ্ঠুরভাবে হনন করছে নিতি;
পৃথিবীর মাটি, পৃথিবীর বায়ু, পৃথিবীর সৌন্দর্য,
প্রতিদিন তারা মুখোশ পড়িয়া
অকরুণভাবে ধ্বংস করছে নিজেদের প্রয়োজনে।


এখন মানুষ আরও জটিল! আরো সে ভয়ঙ্কর!
গড়ে তোলে মহাবিশ্বের নির্মলতায় আবর্জনার স্তুপ।
এতোই যে বোকা! এই মানুষেরা; এতোই বোকা যে,
নিজের চলার পথেতে নিজেই কণ্টক বিছায়ে রাখে।


'ভালোবাসা', 'ভালোবাসা' বলে এই মানুষেরা
জীয়তকালের সময় কাটায় বেশি-
মূলতঃ তাহারা ভালোবাসা বোঝে সঙ্গম, তামাশার হাসি!
প্রকৃতপক্ষে, পরকীয়তেই সুখ খুঁজে ফিরে তারা;
পরমকীয়তে মননকে নিতে চায় না;
তাই, মানুষ হইতে চাই না; আমি মানুষ হইতে চাই না।


৩০ চৈত্র, ১৪২৩
১৩/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।