মায়াবী শব্দের স্তুপ থেকে, প্রতিদিন
সযতনে রূপময় শব্দ তুলে আনি।
সে সকল শব্দগুলো যেন বৃষ্টিস্নাত
গাছ থেকে ঝরা স্নিগ্ধ সাদাটে বকুল।
অতঃপর, মালা গাঁথি কুড়ানো শব্দের,
বিশ্বস্ততার সুতোয়, নিপুণ কৌশলে;
সে-ই কবিতা; সৌন্দর্যে অনন্য অতুল।
তোমার নয়নে দেখি বকুলের জ্যোতি!
তখন নিবিষ্টচিত্তে চেয়ে থাকি আমি;
তা'হলে, প্রিয়তি বলো, কী এমন ক্ষতি?
গ্রীষ্মের দুরন্ত আকাশের ন্যায় তুমি
ঝড়-ঝাপটায় তোলপাড় করে যাও।
ধুলি ধূসরিত আমাদের মর্ত্যভূমি
অনিন্দ্যরূপে কী অবলীলায় সাজাও!


৩০/০৬/২০২২
মিরপুর, ঢাকা।