কোন কামনার আগুন ছুঁয়েছো সকল বাঁধন ছেড়ে,
পথে পথে ঘুরে রাত ভোর করে ফিরে এলি তুমি ঘরে।
জীর্ণ কুটিরে সুখ-পাঁপড়ির কলি দেয়নি কি মেলে?
তবুও, অন্ধকারের মন্ত্র নিয়েছো কণ্ঠে তুলে।
দিনে দিনে হলো শিথিল তোমার হৃদয়ধনুর ছিলা,
আনন্দ-ঢেউ খেলে না এখন; ওরে, মন রঙ্গিলা!
ব্যর্থ জীবন নিরবধি কাঁদে শুকনো নদীর মতো,
তরঙ্গ নেই, নেই কোন স্রোত, নেই কোন তার ব্রত।
গানে নেই সুর ছন্দ-মধুর, নেইকো স্বপ্ন চোখে,
কেউতো ডাকে না প্রাণ-উৎসবে, তাই মরো ধুকে ধুকে।
উতলা হয়েছো সুখের আশায় হৃদয়ে দিয়েছো তালা,
সর্বনাশীর মায়াবী নয়নে ছিঁড়েছো সুখের মালা।
সঙ্গীরা সব চলে গেছে আজ ছেড়ে গান-কলরব,
এবার তোমার যেতে হবে মন ভেঙে দিয়ে উৎসব।


২১/০৬/২০২২
মিরপুর, ঢাকা।