সব মহামানবেরা মানুষ ছিলেন;
নিষ্ঠা-প্রেম-গুণে, কর্মঠ ছিলেন তাঁরা।
অলৌকিক করে তোলে গল্পের আড়ালে,
অতি মানবিক করে রাখে মানুষেরা।


তাঁদেরও ক্ষুধা ছিলো, ছিলো নারী-প্রেম;
আর ছিলো প্রকৃতির জৈবিক চাহিদা।
দুঃখ-কষ্ট-শোকে কাতর হতেন তাঁরা,
ঠিক আমাদের মতো; তাই, হই 'ফিদা'।


আনন্দে হতেন খুশি আমাদের ন্যায়।
মানুষের অবক্ষয় থেকে মুক্তি দিতে,
যুগে যুগে, কালে কালে ধরণীর বুকে
মহামানবেরা জন্ম নেয় ধরণীতে।


স্বার্থচিন্তাহীনভাবে কাজ করে যেতো
তাঁরা; নূতন দর্শন বিকশিত করে।
অনাচার, অবিচার করে যেতো ক্ষয়,
মানবিক শুদ্ধাচারে; বিশ্ব-চরাচরে।


স্বার্থান্বেষী লোভাতুর দুষ্টু মানুষেরা
মিথ্যা গল্পের আকরে করে অলৌকিক।
অবাস্তবিক হাজার গল্প জুড়ে দিয়ে,
তাঁদেরকে পৃথিবীতে করে কাল্পনিক।

অপার্থিব, অলৌকিক নায়ক বানিয়ে
দুরের মানুষরূপে করে পরিচয়;
ওরা দুধের আস্বাদ ভোগ করে ঘোলে।
মহামানবেরা কভু কালান্তিক নয়।


সকল প্রাণীর আশ্চর্য জন্মের ন্যায়
তাঁরাও যে মৃত্যুশীল মানব-সন্তান।  
ধর্ম-দর্শনের জীবনের শুদ্ধাচারে,
মহামানবেরা রেখে যান অবদান।


২৮/০৫/২০২২
মিরপুর, ঢাকা।