তোমাকে ভেবেছি শীতের সূর্য মোলায়েম উত্তাপ
প্রতিটি প্রভাতে শরীরে ও মনে সুখের পরশ দিবে
আদরে সোহাগে প্রেমে প্রীতি-স্নেহে ঘুচাবে মনস্তাপ
পরম যতনে হতাশা বেদনা সকল শুষিয়া নিবে।
ভেবেছি তোমাকে জলবতী নদী, ঠান্ডা শীতল ধারা
ভেজাবে আমায় প্রশান্তি দিতে গ্রীষ্মের দাবদাহে
ধুয়ে মুছে দেবে সকল ক্লান্তি, হবো যে আত্মহারা!
পৃথিবীর বুকে শান্তি লভিছে যেমন শাহানশাহে।


কল্পনা আর বাস্তবতায় বিস্তর ব্যবধান
কঠিন সময় কাটছে এখন দুঃসহ বেদনায়
জীবন মরণ সন্ধিক্ষণের মাঝখানে আছে প্রাণ
নির্ঘুম রাত, দিন কেটে যায় অনন্ত হতাশায়।
তুমি যেন এক বিষধর ফণি মণিহীন অজগর!
নিঃস্ব করছো ক্ষুধার্ত হয়ে নিয়ত নিরন্তর।


১৫/১১/২০২২
মিরপুর ঢাকা।