কলম নিয়ে লিখতে বসি,
নাকের উপর চশমা কষি,
এমন সময় মশা এসে
          ফুটায় যে তার হুল,
কাব্য বাণীর ছন্দ কথা
         হারায় যে দুই কুল।


লেখা থুয়ে মশা মারি,
করছি কতোই বাড়াবাড়ি,
ভীষণ রেগে হাত গুটিয়ে
          দেই চপেটাঘাত,
ওমনি করে যায় যে কেটে
         ঘুমহীনতার রাত।


গুনগুনিয়ে ঘুরে ঘুরে
উড়ে বেড়ায় দূরে দূরে,
চুরি করে শুড় লাগিয়ে
          রক্ত চুষে খায়.
মারতে গেলে গান শুনিয়ে
          দূরে চলে যায়।


ঢাকা শহর মশার জ্বালা,
জীবন হলো ঝালাপালা,
সুস্থভাবে বেঁচে থাকা
          হলো ভীষণ দায়,
রক্তখেকো মশার জ্বালায়
          জীবন যে তড়পায়।


২৭/০২/২০১৮
মিরপুর, ঢাকা।