আকাশে কৃষ্ণ মেঘেদের আনাগোনা,
কুহেলিকাময় সন্ধ্যাবেলার আলো;
জেগেছিলো কিছু মহাপ্রাণ জানাশোনা,
সরাতে দেশের ঘন আঁধারের কালো।


চারিদিকে বুঝি আলোর বিচ্ছুরণে
গমকেচমকে জেগেছে দৃপ্ত প্রাণ;
মঙ্গলালোকে ছড়িয়ে দেবার পণে
ঘুমন্ত প্রাণে উঠেছে গহন গান।


সুরের লহরি বাতাসে বাতাসে জাগে-
গ্রেনেড-গুলির  অগ্নিশিখায় জ্বলো,
মানবিক প্রেমে নতুন আলোর ফাগে
মানুষের তরে জীবনের কথা বলো।


আঁধার সরায়ে আলোর বহ্নিশিখা
হেসে উঠো তুমি রাঙা প্রভাতের মতো;
কামনাবাসনা ছুঁড়ে ফেলে অহমিকা
যুদ্ধের মাঠে হেঁটে গেছো অবিরত।


মুক্তিযোদ্ধা! বেঁচে থেকো চিরদিন
আমাদের সব বিজয়ের গানে গানে,
তোমার চেতনা থাকবেই অমলিন
সম্মৃদ্ধ এই বাঙালির প্রাণে প্রাণে।


০৬/১১/২০১৭
মিরপুর,  ঢাকা।