অঘ্রানের মাঠ!
অঢেল শস্যের প্রান্তরে প্রান্তরে জীবনের স্বপ্ন বোনে।
অনাবাদী বেদনারা হয়ে যায় ম্লান,
ক্ষুধার যন্ত্রণা কমে গেছে বুভুক্ষু শিশুর;
অনাগত শিশুগণ অপুষ্টিতে ভোগবে না আর,
কষ্টের ধূসর যন্ত্রণারা ফিনিক্স পাখির মতো
হাহাকার করে উড়বে না মায়ের হৃদয়ে আর্দ্র হয়ে;
পিতার মগজ থেকে উঠবে না ঝড়-
প্রলয়-সঞ্জিত ধ্বংসলীলা;
এমন সময় যদি মৃত্যু হয়, কোন দুঃখ নেই।
বেদনার দিন হয়ে গেছে শেষ,
এ আনন্দে মানুষেরা উৎফুল্ল অহর্নিশ!
আমাদের রক্তে পুষ্ট হয়েছে শস্যের শীষ।


১২/১২/২০১৭
মিরপুর, ঢাকা।