অমর্ত্য আকাঙ্ক্ষা জাগে; জীবনের পরতে পরতে
মানুষের ভালোবাসা পৃথিবীর স্বকীয় প্রভায়
জ্বলে উঠুক আবার কূটকর্ম চেতনাবিহীন।
শুদ্ধ প্রেমের আলোক- শুদ্ধমতি মানুষের মতো
অবিরত জন্ম হোক পৃথিবীর রুক্ষ আঙ্গিনায়।
জীবনের শত কাজে প্রফুল্লতা, হিংসা-দ্বেষহীন
আনন্দ বয়ে আসুক পারিজাত বিমল সৌন্দর্যে।
দুঃখের বিবর্ণমুখ জেগে উঠে হেমন্তের রাতে,
কুয়াশায় আচ্ছাদিত নীলিমায় দ্বাদশীর চাঁদ
ধীরেধীরে হেঁটে যায় ম্লান চোখে পশ্চিমের দিকে।
তার সাথে জীবনের দুঃখবোধ কুড়েকুড়ে খায়
কষ্টলব্ধ আনন্দতা, প্রেম, সুখ, ননীর শরীর;
স্বর্গ থেকে ভেসে আসা আমাদের পার্থিবজীবন।
এখানে প্রেম বলতে শরীরগন্ধীর আরাধনা;
শরীরের উন্মাদনা- বিষময় গভীর আবেগ!
যা ক্রমশ ক্ষয় হয় আঁধারের চাহিদামাফিক।
পরস্পর পেতে চায় আকাঙ্ক্ষার তীব্র দহনের
লেলিহান শিখা, জ্বলে অতনুর অপ্রেম বলয়ে।


০৫/১১/২০১৭
মিরপুর, ঢাকা।