কোথা হতে আসে অমৃতের ধারা? অমৃত কেমন সুধা?
অমৃতের ধারা কিভাবে মিটায় তৃষ্ণাতুরের ক্ষুধা?
জনে জনে কবি প্রশ্ন করেও পায় না জবাব কোনো,
বলছি তোমাকে বিনীত ভাষণে মনযোগে তুমি শোনো-
অমৃতেরা ঝরে পৃথিবীর 'পরে সমুদ্রমন্থনে,
মানুষ আনে যে অমৃতের ধারা জীবনের প্রয়োজনে।
মাতৃস্তনে অমৃতেরা ঝরে সুরভিস্বর্গ হতে,
মহৎ নীতির অমৃত ধারায় সিক্ত প্রেমের স্রোতে।
কবির কলম অমৃত ঝরায় মধুরতর সে বাণী,
ভুবনেশ্বরী কবির পূজারী এইটুকু শুধু জানি।
চলার পথেতে যতটুকু পাই অমৃতের সুধাধারা,
কাব্যকথায় ছড়িয়ে যে যাই মনে রেখো বন্ধুরা।


০৩/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।