প্রিয়তি আমার স্বপ্ন-সাধনা, প্রিয়তি আমার ধ্যান,
'প্রিয়তি তোমায় ভালোবাসি আমি' বলতে পারি না ক্যান!
প্রিয়তির লাগি' শব্দকে আমি আগুনের ফুল করি,
প্রিয়তির তরে বারবার আসি, বারবার আমি মরি।
প্রিয়তি আমার বুকের ভেতরে তোলপাড় করা ঢেউ,
প্রিয়তিকে ছাড়া পৃথিবীর মাঝে আপন তো নেই কেউ।
প্রিয়তিকে তাই বাউলিয়া মন ভাবছে অরূপ খোদা!
প্রিয়তি আমার সৃষ্টির সেরা, অমর প্রিয়ংবদা।
প্রিয়তিকে নিতি ভেঙে গড়ে যাই, তার সাথে করি প্রেম,
প্রিয়তি আমার জীবন মরণ এইটুকু জানিলেম।
প্রিয়তি আমার স্পন্দিত প্রেম, প্রিয়তি আমার সুখ,
প্রিয়তির তরে সবকিছু ছেড়ে চিরকাল উন্মুখ।
প্রিয়তি আমার স্রষ্টা এবং আমি প্রিয়তির সৃষ্টি,
প্রিয়তি হাসলে উষর ভূমিতে তোলপাড়ে ঝরে বৃষ্টি।
'প্রিয়তি, প্রিয়তি' নিশিদিন জপি প্রিয়তি আসে না হায়!
প্রিয়তি আমায় নিত্য কাঁদায়, বসে থাকি নিরালায়।


২০/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।