ওরা  পড়ে থাকে যখন-তখন বস্তি এবং রাস্তায়,
       কেউ ভাবে না ওদের নিয়ে, ওরা কেনো পস্তায়!
       বাপের দেখা পায় না ওরা, নেয় না কেহ তুলে,
       পথের মাঝেই থাকে ওরা, সব কিছুকে ভুলে।


ওরা  নেশা করে, চুরি করে, রাহাজানি ছিনতাই,
      সবাই বলে টোকাই ওরা, নষ্ট ওদের দিন তাই।
      ওদের কথা কয় না কেহ প্রকাশ্যে বা চুপে,
      ওদের জীবন পড়ে থাকে আবর্জনার স্তুপে।


ওরা  আকাশ-কুসুম স্বপ্ন বোনে ভুলে সকল কষ্ট.
      এই সমাজের কেউ ভাবে না, ওরা কেনো নষ্ট!
      পথের মাঝে থাকে ওরা, সবাই বলে বন্য,
      কেউ কখনো ভাবছো কি ভাই একটু ওদের জন্য?


ওরা   চায় যে আদর, একটু সোহাগ, একটু ভালোবাসা,
        জন্ম ওদের আজন্ম পাপ, তাই মেটে না আশা।
এসো, ওদের নিয়ে একটু ভাবি, একটু করি দান,
        ওরাওতো এই পৃথিবীতে মায়েরই সন্তান!


১৪/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।