বনের সরুপথের কোন এক গর্তে
বেহেস্তের কুঁড়ি ফোটে সত্যের ঝলকে;
তরলিত সুধাকর রেখে যায় মর্ত্যে,
বিমোহিত কবি-মন। তা' দেখে পলকে
হৃদয় রঙিন হয়, রক্তিম আভায়;
স্থবির মনে তাকায় নিমীলিত নেত্রে।
বিশ্ব-চরাচরে চাই অরূপ তোমায়;
আমি পাই না কোথাও খুঁজে কোন ক্ষেত্রে।
তুমি কি মানুষ রূপে এসে মহীতলে
বারবার ডেকে যাও সত্য গিরিপথে?
অবোধ শিশুর মতো কতোই না ছলে
সবকিছু ঠেলে দিয়ে ঘুরি ঘুর্ণাবর্তে।
অরূপ সুন্দরী! তুমি বড়ো সুকুমার;
করুণায় তুলে নাও আমাকে আবার।


০৫/০৭/২০২২
মিরপুর, ঢাকা।