একটা দুপুর ধীরে ধীরে একটা বিকেল হয়ে
একটা আকাশ রঙের খেলায় মাতে;
ধূসর রঙের আকাশ তখন মেরুণ রঙের খেলায়
হয় গাঢ়তর; ক্রমান্বয়ে রাতের চাদরখানি
আদর করে ঢেকে যে দেয় বিশ্বচরাচর;
দূরে তখন স্নিগ্ধ সমীরণে
শিউলি ফুলের গন্ধ ঝরে জ‌্যোৎস্নামাখা রাতে;
টুপটাপটুপ শব্দ করে শিশির মেয়ে যায় যে ঝরে;
কোথাওবা শরত রাতের স্নিগ্ধকোমল গান,
সন্ধ্যাকালের পাখির ডাকের মুখরিত সুর,
নদীর ঘাটে বাঁধা নায়ের ক্লান্ত মাঝি যখন
আড় বাঁশিতে তোলে অচিন গহীন সুরের তান;
তখন আমার ষোড়শি মন উথালপাথাল করে
কষ্ট বাজে বুকের ভেতর তীব্রতর হয়ে;
বুক ফাটেতো মুখ ফোটে না-
বোঝে না যে ব্যথার কথক কেহ;
কষ্টগুলো বুকের ভেতর ধিকিধিক জ্বলে,
মালসা ভরা তুষের আগুন ছাই দিয়ে যা ঢাকা...


২৩/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।