আমার অসীম নিঃসঙ্গতা অক্ষরের ভালোবাসা নিয়ে
খই ফোটে, ফুল ফোটে, ছুটোছুটি করে।
মেতে উঠে কাজল পুকুরে অনন্ত ডুবসাঁতারে,
ঝোঁপেঝাড়ে পাখিদের বাসা খোঁজে,
কাদা ঘেঁটে ডানকিনে মাছ ধরে,
উদোম আকাশে ঘুড়ির পেছনে ছুটে চলে;
আহা! কী উজ্জ্বল দিনগুলো-
আজকের বয়সী রাতের কালে সুখ দিয়ে যায়।


সাদা মেঘে পাল তুলে আসে ছাই রঙা স্মৃতি-
কুয়াশার ভীড়ে হলুদ শর্ষের ক্ষেত,
নিটোল শরীরে উড়ে যায় কিশোরীর কালো বেনী-
সারা মাঠে আনন্দ বিহ্বলতায় উড়ে যায়!


অসীম নিঃসঙ্গতায় ভেসে উঠে ছবি-
ছবিগুলো কথা বলে স্মৃতির বাসরে,
ছবি নিয়ে হেঁটে চলি দূর দূরান্তের পথে
নিঃসীম নিঝুম অন্ধকার রাতে।
ছবি নিয়ে রঙিন তুলিতে আবার ছবি আঁকি,
ওইসব ছবির প্রভাবান্বিত আজ আমি কবি।


২৭/০২/২০১৮
মিরপুর, ঢাকা।