আকাশের জমিনে লালিত সোনারঙ শঙ্খচিল,
প্রভাতের আলো, পূরবীর ঝিলমিল,
হবে না বিলীন অসীমের শূন্যতায়;
যতনে রাখবো ধরে এ অন্তরে অনাবিল মমতায়
মধুর গহণ আলিঙ্গনে,
সুখে ও অসুখে, মনান্তরে, হৃদয়ের কোণে।
যা কিছু দিয়েছো তুমি, ছলনাহীন, হে রানি!
আর কেউ না জানুক; আমিতো তা' জানি-
নিটোল প্রেমের মাদকতা,
সুরের গভীরে বিচরণ করবার ব্যাকুলতা;
অতৃপ্ত-চেতনে বাসনার আশা,
গহীন ভালোবাসার ভালো ভাষা;
যার বিলোলিত সুর,
ভৈরবী রাগিনী যেন- ধ্যানময় সুমধুর।
তার প্রতিদান শোধবার
কিছুই নেই আমার;
যা কিছু সুন্দর করেছি অর্জন, যতটুকুন প্রেমোভিমান,
সবটুকু তোমারই দান।
এ মানব জীবনের সমস্ত অস্তিত্ব জুড়ে,
তোমারই নাম বাজে প্রিয়, সুরে ও বে-সুরে;
তুমি কি শুনতে পাও, পেতে উৎফুল্ল কান?
গহীনের সেই সব অমিত শব্দের গান!


২৫/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।