সারমেয় সারাদিন ঘেউ ঘেউ করে,
পথচারী যারে পায় কামড়িয়ে ধরে।
অযথাই ছুটোছুটি হাটে-মাঠে-ঘাটে,
খামোখাই মানুষের পায়ে দাঁত কাটে।
যথাতথা পিসু করে এক পাও তুলে,
অতীতের ভালোবাসা সবকিছু ভুলে।
সেই নেড়ি সারমেয় যদি কামড়ায়!
বলো, কভু সুবোধের মতো থাকা যায়?


সেইদিন শোভাহীন সারমেয় এক,
কামড়িয়ে দিতে এলো হারিয়ে বিবেক;
ঝাঁটা হাতে পিটা দিতে হই উদ্যত।
জ্ঞানী এক বলে মোরে- ''তুমি তার মতো?
মন্দের ছায়া থেকে নিজে দূরে থাকো,
কভু তুমি সারমেয় হতে যেওনাকো।''


২২/০২/২০১৮
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।