হে আমার প্রিয়তম!
প্রমোদ-কানন রচেছি আজিকে বক্ষে মম,
এসো তুমি দ্রুতলয়ে, নিয়েছি প্রিয়তি সাজ,
আমরা হবো ধরণী-বুকে কপোত-কপোতি আজ।
উচ্ছ্বাসে তোমার উছলি' উঠুুক প্রেম-সাগরের জল,
চঞ্চুপুটে রেখো চঞ্চু , হে আমার নির্মল!


আজ কেনো আঁধারের অন্তরালে
নিজেকে লুকোতে চাও? বন্দী হতে চাই সোহাগের জালে
নিরন্তর; আমার অন্তর করে নিঠুর আহ্বান;
অনন্তর, চাহে শুধু তোমার পরাণ।
বারবার ডাকি তোমা এ অন্তর-পানে;
চলে যাও দূরে, ব্যথায় লজ্জায় অপমানে
নিজেকেই তুচ্ছ মনে হয়;
বিষের পেয়ালা চুম্বনে তোমার কথা কয়।


তারপর, অন্তরের নিষ্পেষিত ব্যথার ক্রন্দন
ফেনা হয়ে উঠে আমারই মুখে বিষের মতন।
পিয়ে সে-ই হলাহল, বন্ধু আমার, হে সখা!
তোমাকেই বুকে লয়ে হবো নিরুদ্দেশ- হবো পলাতকা।


১৪/১২/২০১৭
মিরপুর, ঢাকা।