তোমারে চিনিতে হয়নি আমার ভুল,
দু’হাতে তুলিয়া চরণ যুগল
বক্ষে ধরেছি ভাবিয়া পুজার ফুল;
আলোকিত করে রাঙিয়ে দিয়েছো
                   জীবন বোধের মূল।

তুমিতো এসেছো স্বর্গের পথ বেয়ে,
মর্ত্য যুবক বিমোহিত প্রাণে
তোমারই নামে জপমালা যায় গেয়ে,
কাটায় দিবস রজনী সকল
                 স্বর্গের পথ চেয়ে।

আজিকার সব ব্যথাগুলো তুলে ধরে,
শুষে নাও তুমি অরূপ ধারায়
চঞ্চলা হে! কতো কৌশল করে;
আমারে করেছো বন্দি তোমার
             প্রেমের বাহুর ডোরে।

এতোদিন পরে বুঝিযাছি আমি
                   হয়নি একটু ভুল,
মহারাণী  তুমি এই সংসারে
প্রাপ্য তোমার সকল পুজার ফুল।

করুণা করিয়া দানিয়াছো তুমি
        আনন্দের উচ্ছ্বাস,
দিয়েছো আমারে  ধরনীর মাঝে
         বিলোলিত বিশ্বাস।