বললে তুমি শিল্পী কবি-
       আমি নাকি কবিতা!
চোখের তারায় নিতি জ্বলে
       ভোর প্রভাতের সবিতা।

চিবুক ধরে করলে আদর
       ঠোঁটে রেখে ঠোঁটখানি,
মরা-কাটাল নদীর রেখায়
       আনলে তুমি জোর-পানি।

ভালোবাসার কথা বলে
       ভাসালে গহীন জলে,
কুলটা আমায় করলে তুমি
      ছলনার কৌতূহলে।

আমার সকল ধনরাজি সব
      রাত-বিরাতে হয় চুরি,
বুকের আমার ছুরি হেনে
      বলছো যে, 'হরি' 'হরি'!

আমায় তুমি কও পাতকী
      সাজো তুমি ঋষিবর,
অসুর চেতন সঙ্গী তোমার
      শিল্পী নামের জোচ্চোর।


১১/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।