সারারাত ভর আনন্দ-গানে কেটে গেলো এই কাল,
মদিরা-সাকীতে একাকার হয়ে র'লেম উন্মাতাল।
রঙ্গতা মাঝে ভঙ্গতা এনে পাখিরা জাগলো ওই,
এখনি প্রভাত আলোর কণিকা পড়বে ছড়িয়ে, সই।


ত্বরা করে খিল খুলে দাও সখী! ঘর্ম জমেছে ভালে,
হরিষে কেটেছে সারারাতখানি ভুলবো না কোনকালে।
খুলে দাও দ্বার হবো যে বিদায়, আঁধারেই যাই চলে,
লজ্জারা এসে আছাড়ি পড়বে পুর নারীগণ এলে।


বন্ধু জোহরা জানালো আমারে নয়ন ইশারা করে,
প্রেমিক প্রবর! চলে যাও ঘরে লজ্জার অগোচরে।
জোহরা জেগেছে পুবের গগনে কুঞ্জ বনের 'পরে,
সকল ক্লান্তি মুছে ফিরে আসি, সাজানো গোছানো ঘরে!


১২-০৭-২০১৪।
মিরপুর , ঢাকা।