স্বপ্ন মাখা মনখানি এই রাখি-
তোমার কাছে চপল হাওয়ার ভালোবাসার ছায়া;
এখন দেখি সব রয়েছে বাকী,
যা পেয়েছি এই জীবনে অলীক-ছলন-মায়া।


বৃষ্টি ঝরা গহীন কোনো রাতে-
নবীন বনে একলা আমি ছিলেম ঘুমের ঘোরে;
নিশি শেষে এলে তুমি প্রাতে
হাস্য মুখে বললে কথা ছন্দ কথার তোড়ে।


স্বপ্ন তরী ভাসিয়ে দিলেম জলে
অনেক আশার, অনেক সুখের মুগ্ধ করা গানে;
সুর বয়ে যায় ফল্গুধারার তলে
চলছি আজো দীঘল পথে তোমার সুরের টানে।


এখন আমি স্বপ্নবিহীন একা
রুক্ষ্ম পথে ক্লান্ত শরীর রৌদ্রে ভিজে সারা;
আর কি হবে তোমার সাথে দেখা?
কাঁদছে হৃদয় বিষন্নতায় হয়ে আকুল পারা।


২১/০৭/২০১৪।
পল্লবী, মিরপুর, ঢাকা।