দ্বার খুলে তুই আয়!
নিমিলিত প্রাণে জাগিছে আজিকে বহুতর বেদনায়।
অতীতের ব‌্যথা মুছড়িয়া উঠে প্রাণে প্রাণে কথা কয়;
আমরা কাহার? কেবা আমাদের জানিনা তা নিশ্চয়!


স্বপনের ঘোরে আছি,
জীবনকে নিয়ে খেলছি সদাই বালিকার কানামাছি।
যাহারে ভেবেছি আপনার করে শ্বাস প্রশ্বাসের মতো;
দুর্বল ক্ষণে করেছে আঘাত লোভ-মোহে অবিরত।


শান্তি লাভের তরে-
বন্ধ করিয়া আগলখানিরে একলা ছিলেম ঘরে।
লক্ষ্মীন্দরের সুঁতানলী সাপ চুপি চুপি এসে, হায়!
জীবনের খাতা ভরে দিয়ে গেলো ভীষণ শূন্যতায়।


বেহাগ সুরের তান,
মরমে আজিকে তুলেছে প্রখর ঝড়োয়াল কলতান।
মেঘের আড়ালে জ্যোৎস্না হাসে আলোকিত করে ধরা
চন্দ্র এবং মেঘ কেঁদে যায় দুঃখে পরস্পরা।


১২/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।