ঝমঝমিয়ে বৃষ্টি নামে পথে
          যে যার মতো এদিক ওদিক যায়,
ছাতাবিহীন একটি কালো মেয়ে
বৃষ্টি-জলে যাচ্ছে শুধুই নেয়ে
উদাস চোখে রইলো দূরে চেয়ে
          দিগন্তেরই ধূসর সীমানায়।
মুষলধারে বৃষ্টি নামে পথে
          দ্রুত বেগে সবাই চলে যায়।


দীঘল পথের মধ্যিখানে বসি'
           পুষ্পবিহীন কোমল স্বর্ণলতা,
বিষণ্ণতায় একা একা কাঁদে
নিমীলিত নয়ন অবসাদে
ফাটল যেনো ধরছে আকাশ-ছাদে
         দেহে তাহার নেইকো কোমলতা।
পথের মোড়ে নিঃসঙ্গতায় ভাবে
         শিকড়বিহীন শ্যামল স্বর্ণলতা।


(স্বরবৃত্ত)


২৫/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।