মুসলিম ভাই দৃঢ় হাতে ধরো কোরানখানি,
সাথে রেখো নবীর হাদিস সত্য বলে জানি’।
          সব অবসাদ হবে বিলয়
          মর্ত্যলোকে আসবে বিজয়,
আবু বকর, ওমর আরো ওসমান, আলীর বাণী,
সত্য জয়ের বিজয় তলে করবে কানাকানি।

বুকে কোরআন ধারণ করো শুদ্ধ-চেতন মনে,
দেখবে তুমি বিশ্বজয়ী সকল রণাঙ্গনে।
          বুঝে পড়ো কোরআন কথা
          বুকে ধরে বিমলতা
মিথ্যা সকল সরে যাবে গহীন আঁধার বনে,
সত্য এবং সুন্দরের ঐ গভীর আবাহনে।

২৬/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।