রাসেলের প্রাণ বিষাদিত করে বাংলাদেশের তাতাল-মাঠ,
হায়েনার দল নির্মমতায় সংহার করে প্রভাত পাঠ।
            পনের তারিখ বিষাদের দিন,
            আগষ্ট এলে বুকে বাজে বীণ;
মরমীয়া সুরে ঝংকারী উঠে পদ্মা নদীর উতল ঘাট,
পূত রক্তের রক্তিম ধারা সিক্ত করেছে শ্যামল মাঠ;
                                               জীবন পাঠ।

পামরের দল! কেমন পাষাণ হিয়া তোদের, ওরে দুর্জন!
অপরাধহীন নারী ও শিশুকে হত্যা করিলে বিনা-কারন।
               সীমার তুচ্ছ চির অভিশাপী
               হোসেনের শীর কর্তনে পাপী,
তার চেয়ে তোরা অধম আরও জগৎ জানিলো সেই বচন,
শত ধিক! ওরে জনমে জনমে জানাবেই এই বাঙালিমন;
                                                      জীবনক্ষণ।


শোকাবহ রক্তাক্ত আগষ্ট, ২০১৪।
মিরপুর, ঢাকা।