বাইন মাছের পিচ্ছিল শরীরের মতো
             সময়ের পথ ধরে স্মৃতিগুলো হারিয়ে যায়,
সবুজ আনন্দের স্মৃতি- হৃদয় পুলক করা;
কৃষ্ণবরণ দুঃখের নীতিকথা- কষ্টের সোপান;
ইট ভাটার চিমনির ধোঁয়ার মতোন উর্ধ্বমূখী ,
         আলাদিনের চেরাগের দৈত্য আকাশে মিলায়।

এর মাঝে জেগে উঠো তুমি
            অনুজ্জ্বল আলোময় জোনাকীর নিজস্ব প্রভায়।
ভরা ভাদরের সুনসান রাত,
রূপোর থালার মতোন উপুর করা চাঁদ,
              তোলাপাড় করা জ্যোৎস্নার ঢেউ,
জলজ নিস্তব্ধতায় গহীন রাতের অন্যরকম ঝিল্লির সুর।
কোসা ডিঙির পাতাটনে অবিন্যস্ত উড়ুনি
                হেলায় ফেলে রেখেছো নালের উপর;
আধেক জলে, আধেক জোছনায় সিক্ত নায়ের 'পরে।

প্রকৃতির অপরূপ রূপ ঝরে পড়ে
                চন্দনে চর্চিত তোমার শরীর বেয়ে,
নীল উপত্যকা কেঁপে উঠে গভীর নিঃশ্বাসে।
এইখানে নেমেছিলো জোলেখার শ্বাস,
                রাত জাগা পাখির করুন বিলাপ;
বিমূঢ় চেতনে যুধিষ্ঠির ইউসুফ এক।

তোমার পায়ের নোখের উপর আছড়ে পড়া
              চন্দ্রালোকের খেলায় মজেছিলো মন তার,
বৈঠা ঠেলে বেয়ে যায় বিরহী সাগরের পানে,
             ধীরে ধীরে রাতের শেষ সীমানার দিকে।

৩১/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।