শব্দ-ঘন্টি দে দোল দোলে
নৃত্য তালের ঝংকারে,
অসুর-নাশি কাব্য কথা
জাগছে না আর হুঙ্কারে।


অন্ধ কবির বেচা কেনা
হচ্ছে নিলাম-বাজারে,
ছাইগাদাতে অগ্নি বিনা
কাব্য লেখক হাজারে।


তরল জলের ভালোবাসা,
রঙ্গ-রসের শব্দতা;
রগরগিয়ে শব্দ নাচাই
নেইকো তাতে সার কথা।


একঘুঁয়েমির শিং তাড়িয়ে
সামনে দাঁড়াই এগিয়ে,
আর সকলে যাচ্ছে কোথা,
ভাবছিনা তো তা’ নিয়ে।


২৬/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।