সজোর করাঘাতে ফিরে এলে তুমি
আমার ঘরের দুয়ারে;
কবিতার পংক্তির মতোন নিটোল তোমার দেহ,
কবোষ্ণ উত্তাপ ছড়াও নিদ্রাকাতুর শরীরের ভাজে ভাজে।
ঈর্ষিত উত্তেজনা কুসুমের অভ্যন্তরে ছড়িয়ে যায়
শান্তির, সুখের ছন্দিত ঘর্ষণ;
ক্ষমতাময়ী করতলে তুলে ধরো কী কৌশলে!
আমার পরিপূর্ণ কবিতার শব্দের সমাহার।


চঞ্চল শিশুকে ঘুম পারাবার ছলে
বুকের অতলে চেপে ধরে জননী যেমন
চিরায়ত নারীত্বের শীর্ষ সুখের সন্ধানে।
তেমনি আমায় ধরেছো তোমার বুকে;
আড়ালে যেওনা আর,
ক্লান্ত নয়নে মমতায় রেখে যেও শীতল রারিপাত;
আমার সমস্ত কবিতায় রেখো যেও
তোমার স্ফটিক কোমল হাত।


২৫/০৯/২০১৪।
মিরপুর, ঢাকা।