কী খেলা খেলিছো ও মন
         অচিন পাখির ছলে পড়ে,
কোন সময় যে অরূপ পাখি
         উড়াল দিয়ে যাবে দূরে ॥


আঁখির কোলে পাখির বাসা
তারে নিয়ে কতো আশা
ভাঙ্গবে তোমার রং-তামাশা
        বেলা শেষের ঘুমের ঘোরে ॥


পাখির তরে শক্ত করে
         বাসা বানাস কতো ছলে,
ঝড়ে পড়ে ভাঙ্গবে ওরে
       খাঁচা রবে খাকের তলে।


পোষ মানে না জংলা পাখি
সুযোগ পেলেই দিবে ফাঁকি
যতন করে যতোই রাখি
        একদিন পাখি যাবে উড়ে ॥


১৫/১০/২০১৪।
মিরপুর, ঢাকা।