পুনর্জন্ম হবে তোমার বারে বারে দুনিয়ায়॥
মরে গিয়ে আসবে ফিরে এইখানে মন বারে বারে,
এই জগতে আসবে ফিরে অন্য নূতন চেতনায়॥


পিতার বীজে পুতের জনম তাইতো পিতার পুনর্জনম,
পঞ্চভূতে হয় যে সৃজন এই নরক-অলোকায়॥


মেয়ের পেটে মায়ের জন্ম ভেবে দেখো কঠিন মর্ম,
ডিম্বতে নিষিক্ত হলে শুক্রমনি উছলায়॥


মানুষই জীব মানুষ ঈশ্বর রাখিস না মন তত্ত্বের খবর,
জানতে পারলে হবে অমর থাকবে না আর কোন ধোকায়॥


কবীর বলে কথা ধরো মরার আগে একবার মর,
মোহের পিরিত ত্যাজ্য করো পরম-শক্তির মমতায়॥


০১/০৩/২০১৫
মিরপুর, ঢাকা।