সোনার কলম! উঠে এসো আজ কবিদের হাতে,
গাঙুরের স্বল্পায়ু ব্রাহ্মপূত্র অপরূপ রূপ দেখেছিলো
সুরঞ্জনার চোখে, পাখির নীড়ের ছায়া,
ঋজুদেহী সৌম্যকান্তি কবিতার যুবরাজ
বলেছিলো বিহঙ্গকে, 'এখনি অন্ধ বন্ধ করনা পাখা',
দু’ধার ধারালো নাঙ্গা তরবারীর শব্দের কবি
দ্রোহের বিদ্যৎুচ্ছটা ছড়িয়েছিলো ক্ষণকাল;
তেমনই কলম উঠে এসো আজ, কবিদের হাতে।


বাতাসে এখন ফুলের গন্ধ, তবুও হাহাকার,
পৃথিবীতে বিছানো রয়েছে তীক্ষ্ম ছুরির সড়ক,
সবায় ব্রাহ্মন সাজতে চায় পরকীয় পৈতা ঝুলিয়ে,
‘সকল সুতো পৈতার সুতো নয়’,
এ সত্য বিকশিত হোক কবিদের উদ্গীর্ণ কাব্যকথায়।


সোনার কলম চাই, যা' জ্বলে উঠবে কবিদের বিশুদ্ধ চেতনে,
অন্তরগত ভালোবাসায় সম্প্রসারিত কবিতার সৌন্দর্য নিয়ে।


১৭/০৪/২০১৫
মিরপুর, ঢাকা।