কে বলে জগতে ঈশ্বর নাই!
চেতনার দ্বার খুলে যেদিকে তাকাই,
               তাহাকেই শুধু দেখিতে যে পাই।


খ্যাতনামা যতো শিল্পীকে ভালোবাসি-
                            শিল্পকর্ম দেখে তার,
এই পৃথিবী এক শিল্পকর্ম,  সৃষ্টি যে সে-ই মহা-স্রষ্টার।
আমাদের মাঝে বিবিধ কর্ম কতো- বিবিধ চেতনার;
একই ঈশ্বর করেছে সৃষ্টি
                    এবং সৃষ্ট সব অবতার।


পরমাণু দিয়ে অনাদি গড়া- পরমাত্মার ছায়া,
পরমাণু দিয়েই অণুর সৃষ্টি বিবিধসমূহ কায়া।
সকল সৃষ্ট অণুর কিরণ কতোই না ছল করে!
একই পরমাণুর জ‌্যোতির ধারা ধরিয়াছে অন্তরে।


০৫/০২/২০১৬
মিরপুর, ঢাকা।