আজ তুমি নেই- খসে পড়া এক উজ্জ্বল নক্ষত্র;
মিটিমিটি করে জ্বলতে অন্য ভুবনে নিত্য কাব্য
ভাবনায়; প্রচারবিমুখ কবি শহীদ কাদরী।
নাগরিক মননের ভেতরেই জিইয়ে রাখতে
বিমূর্ত মনের বাউলাপনার সুরের ঝংকার;
কবি লালনের আরশী নগর খুঁজে বেরিয়েছো
শহরের হিসেব নিকেশ শূন্যতার ভেতর,
অন্ধকারে আনতে চেয়েছো জীবনের জয়গান।


তোমার কবিতার শরীর জুড়ে শহুরে ব্যস্ততা,
করাত কলের শব্দে মানুষ হওয়া কবি তুমি;
ল্যাম্পপোষ্ট, রেস্তোরা, কারফিউ, ট্রাফিক সিগনাল-
দীপ্র আধুনিকতার মাঝেই তুমি খুঁজে ফিরেছো,
লতাগুল্মে ঠাসা এ্যকুরিয়ামে লাল নীল সোনালি
মাছের মতো জ্যোৎস্নাখচিত নির্মল প্রিয়তমা।


২৯/০৮/২০১৬
মিরপুর, ঢাকা।


কবি শহীদ কাদরী (১৪ আগস্ট ১৯৪২ - ২৮ আগস্ট ২০১৬) ছিলেন একজন বাঙালি কবি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।