(যাদের বহুমূত্র (Diabetes) আছে; তারা পড়বেন না। খেয়ে ফেললে আমার উপর দোষ চাপিয়ে মামলা ঠুকে দিতে পারে আদরণীয় বউগুলো !)
-----------------------------------------------------------------


পোড়াবাড়ির চমচম আর কুমিল্লারই রসমালাই,
রাজশাহীর তিলের খাজা, বগুড়ার দই অনেক চাই।
নাটোরের ঐ কাচাগোল্লা, ফরিদপুরের খেজুর গুড়,
কলাপাড়ার রসগোল্লা, মায়ের হাতের টক-আমচুর।
রাজবাড়ির ঐ ক্ষীরের সন্দেশ, কিশোরগঞ্জের তালপিঠা।
যশোহরের খেজুর রসের নোলন গুড় যে খুব মিঠা।
শা’জাদপুরের পানতোয়া আর মুন্সীগঞ্জের আমিরতি,
নেত্রকোনার বালিশ মিষ্টি দে না আমায় থাল ভর্তি।
মেহেরপুরের সাবিত্রি আন, বি-বাড়িয়ার ছানামুখী,
গাইবান্ধার রসমঞ্জুরী না খেলে যে হবি দুখী।
মহাস্থানের কটকটি দে, সিরাজদীখাঁর পাতক্ষীরা,
রাজশাহীরই রসকদম্ব, বরিশালের শাইল চিড়া।
নওগাঁর ঐ প্যারা সন্দেশ, চকোরিয়ার মইষের দই,
থালায় থালায দে আমারে, এবার আমি খেতে বই।
ময়মনসিংহের মালাইকারি, মুক্তাগাছার মণ্ডা আন,
মতলবের ক্ষীরের পরে মহেশখালীর সাঁচি পান।


তোরা যদি চাসরে খেতে আমার পাশে বস্ এবার,
জুটা করে ফেলবি না কেউ, সবগুলোকে কর্ সাবার।
আমরা খাবো আর বিলাবো খেতে চায় যে পেট ভরে,
কে কে খাবি? আয় ছুটে আয় রাখছি অনেক প্লেট ভরে।


১২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।