(কাহিনী কাব্য)
-------------
পথ চলতে চলতে পথে হঠাৎ গেছি থেমে,
তাকিয়ে দেখি পথের ধারে বিক্সা থেকে নেমে,
রিক্সাওয়ালা তুলছে ছবি দাঁড়িয়ে পথের পাশে;
কি করছে সে জিজ্ঞেসিলাম, সে মানুষটি হাসে;
লজ্জা মাখা চোখে-মুখে, বলছে আমায় সে,
মেয়ে আমার বছর তিনেক বয়স হয়েছে;
তুলছি ছবি দেখাবো যে সেই না মেয়েটায়.
'বাবা' বলে লাফিয়ে যে গলায় ঝুলতে চায়।
হাতির ছবি, নদীর ছবি, গাছের ছবি তুলি,
রাতের বেলায় এ সব নিয়ে গল্পকথা বলি,
রাজকন্যায় ঘুরতে চায় যে বিশ্ব চরাচরে,
আমি কি আর পারি রে ভাই দেখাই ঘুরেফিরে?
সারা দিনমান রিক্সা চালাই, ঘুরি অলিগলি,
সময় পেলে একটু জিরোই, ছবি-টবি তুলি।
এ সব নিয়ে রাতের বেলায় খেলি তারই সাথে,
মেয়ে আমার গলা ধরে ঘুমিয়ে থাকে রাতে।
এই না সুখের তরেই আমি ছবি তুলে যাই,
আমি যে এক সন্তানের বাপ! ক্যামনে ভুলি ভাই?'


ফিরে চলি আপন মনে নিজের কাজে; আর,
হাঁটতে হাঁটতে ভাবছি শুধু কী খেলা স্রষ্টার?
সন্তানদের সুখের তরে বাবার কত খেয়াল!
বুকের ভেতর সুখের ছোঁয়া চলছে চিরকাল।
এ মায়াতে আছে টিকে এই পৃথিবী আজো,
চলতে আছে, দেখবে আরো, যে যতদিন বা বাঁচো।


১২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।