মাতাল বাতাসে উড়না উড়ালে প্রেমের কবিতা পাখা মেলে তাই।
সুখ-ইশারায় চলে গেলে দূরে সুরভী মিলালো আকাশের গায়।
আজ সে সুরভী ধূপ-ধূঁয়া হয়ে আবার বাতাসে মিলালো যে হায়!
সাঁতার কাটছো দুখের সাগরে চেয়ে দেখি তুমি কোথায়ও নাই।
জগতের মাঝে এই কোন রীতি? যাহা চাই, কভু তাহা নাহি পাই।
যাহা পাই, সব ভুল করে পাই, আর সব দূরে কোথায় হারায়?
আকাশের তারা খসে পড়ে সব সাগর-মনন প্রেমীর মাথায়।
তুমি আছো কোন গহীনের তলে, হয়রান হই খুঁজে নাহি পাই।


স্বপনের ঘরে তালা দেয়া ছিলো, হাতুড়ির ঘায়ে ভেঙ্গে দিয়ে গেলে।
হাটখোলা দ্বার মাতাল বাতাসে উড়ালো সকল আশার জোনাকি।
একটি জীবন অবহেলা করে দিয়ে গেলে শুধু জীবনকে ফাঁকি।
শ্যামল বনানী দূরে ঠেলে দিয়ে মানুষ রোপিত বাগানে কি পেলে?
এখন আঁধারে কারা চুপি চুপি ফিস ফিস করে আলাপ জমায়!
বিষাদের সুর বাজে হুঁহুঁ করে শ্যাম বনানীর পাতায় পাতায়।


১৪/১১/২০১৬
মিরপুর, ঢাকা।