দেহের সীমায় প্রণয় কাতর হৃদয়ে জাগিছে বর্ষা,
তোমার চেতন অত্যুত্তম চন্দ্রের মতো ফর্সা।
চলনে তোমার শুনেছি নিয়ত জলতরঙ্গের সুর,
বিমোহিত করে নিয়ে যায় মোরে দূর থেকে বহুদূর।
  
হেঁটে যাও তুমি পাহাড়ী ছড়ার অভিমানী চেতনায়,
নূপুর চরণে অবিরাম চলো ধীর ও চপল পায়।
নদী হয়ে আমি ধরে রাখি তারে বুকের গহীন তলে,
নীল জোছনার অরূপ ধারায় বিমলতা উঠে জ্বলে।


তোমার পরশে শব্দেরা দোলে, আমায় করেছে কবি,
মম চেতনায় যাহা কিছু জাগে, বন্ধু তোমার সবই।
তাই, আজ আমি তুলে দেই প্রিয়, উত্তম যতো মোর,
হৃদয় হরষে গহীন পরশে ভেঙে দাও ঘুমঘোর।


১২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।