(আমায়) সাঁওতাল করেছে ভগবান,
আমার জমি, আমার বাড়ি,
আমি হই আজ ভাসমান॥


ছিলাম আমি খুব গোপনে
দারা-পূত্র-কন্যা সনে;
লোভ ছিলো না সরল মনে,
(আমরা) পুজার্চনায় গাইতাম গান॥


আইলো ব্রিটিশ বন্দুক লয়ে,
দাঁড়াইলাম বুক চিতিয়ে;
কামান গোলায় জীবন দিলাম
(তবু) দিলাম নাতো মান-সম্মান॥


একাত্তরের যুদ্ধের কালে,
যুদ্ধে গেলাম দলে দলে;
রক্ত দিয়ে রাঙাই ভূমি
(তবু) হইলাম না ভূমি-সন্তান॥


ছল-চাতুরীর রাজ্যনীতি
বুঝি না তার রীতিনীতি;
ভূমিপুত্র, ভুমিকন্যা
(আজ) ভূমিহারা এ কি শান!!


১৫/১১/২০১৬
মিরপুর, ঢাকা।