ভালোবাসা আর ঘৃণা
একসাথে চলতে পারে না।
তোমাকে ভালোবাসি বলে, আমি
সবকিছু তুলে রাখি সযত্নে প্রাণের মধ্যে; দামি
ভেবে ভুলভাল ভুলে মনের কন্দরে;
অনুভূতিময় হৃদয়ের বিস্তৃত বন্দরে।
তোমার ভেতরে জ্বলে উঠে অমিতাভ আলো-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জেগে উঠে রক্তমূল্যে কেনা আমাদের প্রিয় বাংলাদেশ-
চির জাগ্রত, অকুতোভয়, অম্লান।


অথচ, এখন তোমার স্বৈরাচারিক তুমুল বৃষ্টি
ঢেকে দেয় আমার অত্যুত্তম পূর্ণিমার চাঁদ,
চাঁদের জোছনা-পথে অবলীলায় তুলে দেয়
নিকষ কালো প্রচণ্ড মেঘাড়ম্বের বাঁধ।
আমি ও আমরা আজ তোমার সমরাস্ত্রের ভয়ে
সামলে রাখি আমাদের চপল ঠোঁট,
(এ ভয়ে) যদিবা আমার কুঁড়েঘর জ্বালিয়ে দাও,
কোমল হৃদয়ে দাও অহেতুক তীব্র চোট!
অনিকেত হতে চাই না আমি কখনো কোনকালে
ভূমিপুত্রের মতোন, ভূমিহীন।
তবুও, তোমায় ভালোবাসি, প্রাণ স্পন্দনের অহঙ্কার-
আওয়ামী লীগ; গহীন থেকে আরো গহীন।
হয়তোবা একদিন সবকিছু চলে যাবে নষ্টদের অধিকারে,
দানবের মুঠোতেই বন্দি হবে সৎ সংঘ, মানবিক;
সবুজ ধানের ক্ষেত, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা
পাটাতনে যত্নে রেখে, বেয়ে যেও নাওখানি; হে নাবিক!


২১/১১/২০১৬
মিরপুর, ঢাকা।