দুঃখকে জয় করতে যে জন হয়েছিলো সন‌্যাসী,
তাঁহার রচিত ধর্ম যে আজ ভীষণ সর্বনাশী!
শুদ্ধধনের সিদ্ধার্থই মানুষের কল্যাণে,
অশ্বত্থতলে ধ্যান করেছেন জ্ঞানেরই নির্বাণে।
বার্মাতে আজ ধর্মের নামে চলছে রক্ত-হোলি,
অহিংসা যেই ধর্মনীতির, আজ করে নরবলী!
বৌদ্ধ ধর্ম শিক্ষা দিয়েছে এতোদিন যাহা ভবে,
স্বার্থের টানে শান্তির কথা, মিথ্যা কি সব তবে?


অস্ত্রাঘাতেতে বার্মাতে আজ লক্ষ মানুষ মরে,
বিশ্ববিবেক! নিশ্চুপ কেনো? সহে না যে অন্তরে!
'মানবাধিকার' বলতে বলতে মুখে তোলে যাও ফেনা,
এতো যে রক্ত-হত‌্যা-ধর্ষণ কিছুইতো বলছো না!
চোখ-কান সব বন্ধ তোমার বিশ্ব মাতুব্বর!
দাউ দাউ জ্বলে রোহিঙ্গার বাড়ি, জ্বলে তার অন্তর।
কোথায় বুদ্ধ ! ফিরে এসো হেথা, বোধিপ্রাপ্ত চেতন!
ধর্মকথার মর্মবাণীকে প্রকাশ করো শ্রমণ।


ধর্মের নামে মত্ত পশুরা! জেনে রেখো নিশ্চয়,
মানুষ হত্যার শাপেতে তোদের হবেই যে পরাজয়।
শান্তির নামে অং সান সুচি পেয়েছো নোবেল তাজ,
সব কি ভড়ং! মিথ্যা সবই! বুঝে গেছি সব আজ।
শান্তির কথা মুখেতে তোমার অন্তরে হিংস্রতা,
গণতন্ত্রের নামে স্বৈরিণী, নেই কোন মানবতা!
উঠেছে আওয়াজ ছিনে নাও আজ, 'সুচি'র নোভেল তাজ,
মিথ্যাকে দিয়ে সত্য ঢাকতে, করছে সে কারুকাজ।


২২/১১/২০১৬
মিরপুর, ঢাকা।